অল্প কিছু শত্রু তো থাকবেই,
মক্তিযুদ্ধে যারা তোমাকে হ্ত্যা করেছিল
তারা তো আমার শত্রুই ,
তাই আমারও কিছু শত্রু আছে।
জাতির পিতাকে যারা হত্যা করেছিল
তারা তো আমার শত্রুই
কিছু শত্রু তো থাকবেই,
তাই আমারও কিছু শত্রু আছে।
যারা প্রতিদিন আমার সোনার বাংলাকে আহত করে
তারা তো আমার শত্রুই
কিছু শত্রু তো থাকবেই,
আমারও কিছু শত্রু আছে।
আমার ভাল কাজ গুলো যারা নস্ট করে
তারা তো আমার শত্রুই
কিছু শত্রু তো থাকবেই,
আমারও কিছু শত্রু আছে।
আমি কথা বলি আমার মতো করে
কিছু শত্রু তো থাকবেই
আমারও কিছু শত্রু আছে ,
কিছু শত্রুতো থাকবেই।
মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে আমার জন্ম
যুদ্ধ করেই বাঁচি
কিছু শত্রু তো থাকবেই,
আমারও কিছু শত্রু আছে।
আমি সাদা কে কাল বলতে লজ্জা বোধ করি
কিছু শত্রু তো থাকবেই
আমারও কিছু শত্রু আছে,
কিছু শত্রু তো থাকবেই।
শত্রুদের বন্ধু ভাবতে ভয় করে,বোধহয় ঘৃনাই করি
তাই কিছু শত্রু তো থাকবেই
আমারও কিছু শত্রু আছে,
কিছু শত্রু তো থাকবেই।